মার্কনিকভ নীতির ক্ষেত্রে কোনটি প্রযোজ্য নয় ?
সঠিক উত্তর :
অসম্পৃক্ত জৈব যৌগের π বন্ধনে সর্বদা সমান সংখ্যক H পরমাণু যুক্ত থাকে
অপশন ১ : অসম্পৃক্ত জৈব যৌগের π বন্ধনে সর্বদা সমান সংখ্যক H পরমাণু যুক্ত থাকে
অপশন ২ : বিকারক সর্বদা ঋণাত্মক অংশে যুক্ত হয়
অপশন ৩ : অপ্রতিসম অসম্পৃক্ত যৌগের সাথে কেবল অপ্রতিসম বিকারকের বিক্রিয়া ঘটে
অপশন ৪ : আলফা (#x3B1;) বন্ধনের কার্বন বিবেচ্য নয়
বর্ণনা: মার্কনিকভ নীতির ক্ষেত্রে অসম্পৃক্ত জৈব যৌগের π বন্ধনে সর্বদা সমান সংখ্যক H পরমাণু যুক্ত থাকে এই বক্তব্যটি প্রযোজ্য নয়।মার্কনিকভ নীতি:অপ্রতিসম অসম্পৃক্ত যৌগের সাথে হাইড্রোজেন হ্যালাইডের বিক্রিয়ায়, হাইড্রোজেন পরমাণু অ্যালকিনের π বন্ধনের অধিক ইলেকট্রনঘন কার্বন পরমাণুর সাথে যুক্ত হয়।হ্যালোজেন পরমাণু অ্যালকিনের π বন্ধনের অধিক ইলেকট্রন-নাগাত্মক কার্বন পরমাণুর সাথে যুক্ত হয়।উদাহরণ:ইথিলিন (CH2=CH2) এর সাথে হাইড্রোজেন ব্রোমাইড (HBr) বিক্রিয়া করলে, 1-ব্রোমোইথেন (CH3CH2Br) তৈরি হয়।প্রোপিলিন (CH3CH=CH2) এর সাথে হাইড্রোজেন ক্লোরাইড (HCl) বিক্রিয়া করলে, 2-ক্লোরোপ্রোপেন (CH3CHClCH3) তৈরি হয়।উল্লেখ্য:মার্কনিকভ নীতি অধিকাংশ ক্ষেত্রেই প্রযোজ্য, তবে কিছু ব্যতিক্রমও রয়েছে।কিছু ক্ষেত্রে, বিক্রিয়ার অবস্থা (যেমন তাপমাত্রা,
মানুষ এই প্রশ্নটি এভাবেও করে থাকে:
মার্কনিকভ নীতি