সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

বহিপীর’ নাটকে তাহেরাকে কিসের প্রতীক চরিত্র। বলা যায়?

সঠিক উত্তর :
নারী অধিকারের
অপশন ১ : ধৈর্যশীলতার
অপশন ২ : নারী অধিকারের
অপশন ৩ : অস্থিরতার
অপশন ৪ : মানবিকতার

বর্ণনা: তৎকালীন সমাজে নারীর আত্মঅধিকারের বিষয় তাহেরার প্রতিবাদী ভূমিকারর কারণেই তাকে নারী জাগরণের প্রতিকী চরিত্র বলা হয়েছে। তাহেরাকে তার বাবা-মা জোরপূর্বক বৃদ্ধ পীরের সঙ্গে দিয়ে দেয়ার চেষ্টা করলেও সে তা মেনে নেয়নি। প্রথা বিরুদ্ধভাবে সে পালিয়েছে এবং ধরা পড়লেউ পীরের বশ্যতা স্বীকার করেনি।লেউ। পড়ন্ত নতুন জীবনের সন্ধানে সে হাসেম আলীর হাত ধরে অজানার উদ্দেশ্যে রওনা দিয়েছে এর মধ্যে একজন নারী হিসেবে তার অধিকার সচেতনতা এবং আত্মপ্রত্যয় মনোভাবের প্রতিফলন ঘটেছে। ঘটেছে। এসব বিষয়ে পরিদৃষ্টে তাকে নারী জাগরণের প্রতি কি চরিত্র হিসেবে অভিহিত করা হয়েছে।

মানুষ এই প্রশ্নটি এভাবেও করে থাকে:
বহিপীর নাটকের চরিত্র

Related Articles

Back to top button