কার নেতৃেত্বে তমদ্দুন মজলিস গঠিত হয়?

সঠিক উত্তর :
অধ্যাপক আবুল কাশেম
অপশন ১ : ড. মুহাম্মদ এনামুল হক
অপশন ২ : ড. মুহম্মদ শহীদুল্লাহ
অপশন ৩ : অধ্যাপক আবুল কাশেম
অপশন ৪ : জহির রায়হান

বর্ণনা: তমুদ্দুন একটি আরবি শব্দ যার অর্থ নাগরিক। মজলিশ অর্থ সমাবেশ।তমুদ্দুন মজলিশ অর্থ নাগরিক সমাবেশ ।১৯৪৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক আবুল কাশেম কে সভাপতি করে তমদ্দুন মজলিশ গঠন করা হয়।কমিটির সদস্য সংখ্যা ছিল ৩ জন। যথা-১.অধ্যাপক আবুল কাশেম২.সৈয়দ নজরুল ইসলাম৩.আবুল মনসুর

আরও পড়ুন