শনির উপগ্রহ কয়টি?
সঠিক উত্তর :
২৯ টি
অপশন ১ : ২টি
অপশন ২ : ৫টি
অপশন ৩ : ১৬টি
অপশন ৪ : ২৯ টি
বর্ণনা: শনি (ইংরেজি নাম: Saturn; স্যাটার্ন) হল সূর্য থেকে দূরত্বের নিরিখে ষষ্ঠ গ্রহ এবং বৃহস্পতির পরই সৌরজগতের দ্বিতীয়-বৃহত্তম গ্রহ। এটি একটি গ্যাসীয় দৈত্য, যার ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের প্রায় নয় গুণ। শনি গ্রহের গড় ঘনত্ব অবশ্য পৃথিবীর গড় ঘনত্বের এক-অষ্টমাংশ। কিন্তু এই গ্রহের বৃহত্তর আয়তনের জন্য এটি পৃথিবীর তুলনায় ৯৫ গুণ বেশি ভারী। শনি গ্রহের বাংলা নামটি এসেছে হিন্দু গ্রহদেবতা শনির নাম থেকে। অন্যদিকে ইংরেজি নাম স্যাটার্ন এসেছে রোমান ধনসম্পদ ও কৃষিদেবতা স্যাটার্নের নাম থেকে এবং শনির জ্যোতির্বৈজ্ঞানিক চিহ্নটি (♄) উক্ত রোমান দেবতার কাস্তের প্রতীক।উপগ্রহমূলত শনি গ্রহের রয়েছে ৮৩ টি উপগ্রহ , কিন্তু এর মধ্যে নাম দেয়া হয়েছে মাত্র ৫৩ টি উপগ্রহের , এবং আকার বিবেচনায় ২৯ টি উপ গ্রহ কে মূল উপগ্রহ ধরা হয় । টাইটান উপগ্রহটি সবচেয়ে বড়। পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদের সাথে তুলনা করলে এটি ব্যাসে প্রায় ১৪৮% বড়। নিম্নে উপগ্রহগুলোর বিবরণ দেয়া হলোঃ-প্যান(Pan)প্যান্ডোরা(Pandora)মিমাস(Mimas)টাইটান(Titan)অ্যান্সেলাডাস(Enceladus)প্যালেন(Pallene)রিয়া(Rhea)টেথিস(Tethys)অ্যাপেটাস(Lapetus)ডিওন(Dione)ক্যালিপ্সো(Calypso)জ্যানাস(Janus)টেলেস্টো(Telesto)ফোবে(Phoebe)প্রমিথিউস(Prometheus)ড্যাফনিস(Daphnis)অ্যাপিমিথিউস(Epimetheus)স্কোল(Skoll)স্কাথী(Skathi)হাইপেরিয়োন(Hyperion)পলিডিউসেস(Polydeuces)হাতী(Hati)কিভিউক(Kiviuq)অ্যাল্বাইয়োরিক্স(Albiorix)মেথোন(Methone)পালিয়াক(Paaliaq)বেভিওন(Bebhionn)অ্যারিয়াপাস(Erriapus)হাইরোকীন(Hyrrokkin)গ্রোয়িপ(Greip)জারন্সাক্সা(Jarnsaxa)নার্ভি(Narvi)র্টাভোস(Tarvos)মান্ডিল্ফারী(Mundilfari)তার্কেক(Tarqeq)সিয়ার্নাক(Siarnaq)বার্গেলমীর(Bergelmir)ইজিরাক(Ijiraq)অ্যাগিয়ন(Aegaeon)অ্যান্থ(Anthe)ইমীর(Ymir)ফেন্রির(Fenrir)সার্টার(Surtur)কারী(Kari)লোগে(Loge)বেস্টলা(Bestla)ফোর্নজোট(Fonjot)সুটাংগার(Sutuger)ফারবাউটি(Farbaurt)থ্রাইম্র(Thrymr)অ্যাজির(Aegir)ক্রোনাস(Cronus)এস/২০০৭ এস ২(S/2007 S 2)এস/২০০৬ এস ১(S/2006 S 1)এস/২০০৪ এস ১৭(S/2004 S 17)সোর্সঃ Wikipedia