বাংলাদেশে প্রচলিত ব্যাংক নোট কয়টি?
সঠিক উত্তর :
৭টি
অপশন ১ : ৫টি
অপশন ২ : ৬টি
অপশন ৩ : ৭টি
অপশন ৪ : ৮টি
বর্ণনা: যাচাই-বাছাই শেষে অচল নোট নিয়মিত ধ্বংস করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা কাঠামোতে বর্তমানে ১ হাজার টাকা, ৫০০ টাকা, ২০০ টাকা, ১০০ টাকা, ৫০ টাকা, ২০ টাকা ও ১০ টাকা মূল্যমানের নোট রয়েছে। এই ৭ ধরনের মুদ্রাকে ব্যাংক নোট বলা হয়। এছাড়া ৫ টাকা, ২ টাকা ও ১ টাকা মূল্যমানের কাগুজে নোটের পাশাপাশি ধাতব মুদ্রাও রয়েছে।