পানি দূষণ রচনা

পানিতে ক্ষতিকর উপাদান মিশ্রিত হয়ে পানি ব্যবহার অনুপযোগী ও ক্ষতিকর হওয়াকে পানি দূষণ বলে।
শিল্পবর্জ্য মাটিতে শোষিত হয়ে, খনিজবর্জ্য, চামড়া ও অন্যান্য কারখানার বর্জ্য পানিতে নিক্ষেপের ফলে পানি দূষিত হয়। তাছাড়া বিভিন্ন প্রাকৃতিক কারণেও পানি দূষণ হয়। মূলত পানিসম্পদ সংরক্ষণের জন্য ব্যবসায় প্রতিষ্ঠানসমূহের অজ্ঞতা, অসচেতনতা এবং অসাবধানতা দায়ী। এরূপ পানি দূষণ চর্মরোগ সৃষ্টির মুখ্য কারণ। এছাড়া পানিবাহিত রোগ টাইফয়েড, ডায়রিয়া, জন্ডিস ইত্যাদি পানি দূষণের ফলে সৃষ্টি হয়। মাছসহ জলজ প্রাণী নিধনে পানি দূষণ মুখ্য ভূমিকা রাখে।

আরও পড়ুন