ইসলামে নারীর মর্যাদা রচনা
“উদ্দীপকে নারীর মর্যাদা সম্পর্কে রাসুল (স.)-এর একটি হাদিস উল্লেখ করা হয়েছে, তা হলো- “মায়ের পদতলে সন্তানের বেহেশত।” উক্ত হাদিস দ্বারা ইসলামে নারীর অনন্য মর্যাদা সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়।
সৃষ্টিগতভাবে ইসলামে নারী ও পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই, বরং মানুষ হিসেবে তারা উভয়েই ‘সমান মর্যাদার অধিকারী। নারীদের ওপর পুরুষদের কোনো শ্রেষ্ঠত্ব নেই ইসলামই একথা সর্বপ্রথম ঘোষণা করেছে। জাহিলিয়্যা যুগে নারীদের দুরবস্থা থেকে উত্তরণের জন্য তাদের সাথে সম্মানজনক আচরণ করার নির্দেশ দিয়ে আল্লাহ তায়ালা বলেন-
وَعَاشِرُوْهُنَّ بِالْمَعْرُوفِ
অর্থ : “তোমরা স্ত্রীদের সাথে উত্তম ব্যবহার করে জীবনযাপন কর।” (সূরা আন-নিসা : ১৯)
একজন মা হিসেবে নারীর মর্যাদা বর্ণনা করতে গিয়ে রাসুল (স.) বলেছেন – الْجَنَّةُ تَحْتَ اقْدَامِ الأُمَّهَاتِ
অর্থ : “মায়ের পদতলে সন্তানের বেহেশত।” (মুসনাদে শিহাবে আল কাযায়ী) কন্যাসন্তান প্রসঙ্গে নবি (স.) বলেছেন, “যে ব্যক্তির কোনো কন্যাসন্তান থাকে আর সে তাকে জীবন্ত কবর দেয় না, তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে না, অন্য সন্তান অর্থাৎ ছেলে সন্তানকে কন্যাসন্তানের ওপর প্রাধান্য দেয় না, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে।” (আবু দাউদ)
এভাবে ইসলাম নারীকে মর্যাদার আসনে আসীন করেছে।