কৃষিকাজে বিজ্ঞান রচনা
বাংলাদেশের বেশির ভাগ কৃষকরাই লেখাপড়া জানে না। আধুনিক চাষাবাদ পদ্ধতিগুলো সম্পর্কেও তাদের ধারণা কম। তাই তারা এসব যুক্তি গ্রহণ করে তাদের সমস্যাগুলোর সমাধান করতে পারে না। উদ্দীপকের ঘটনায় যেমন পারেনি সিরাজ মিয়া।অথচ কৃষিবিজ্ঞানীরা নিরলস গবেষণা করে প্রতিনিয়ত আবিষ্কার করে চলেছেন নতুন নতুন প্রযুক্তি। তাই এখন জমির পুষ্টি, সার ব্যবস্থাপনা, বন্যা, খরা বা লবণাক্ততা ইত্যাদি সমস্যা জমির ফসল উৎপাদনকে বাধাগ্রস্ত করে রাখতে পারে না। প্রতিটি সমস্যা মোকাবেলায় কৃষিবিজ্ঞানীদের উদ্ভাবিত প্রযুক্তিগুলো কার্যকর ভূমিকা রেখে চলেছে। ফসল উৎপাদন থেকে শুরু করে ফসল সংগ্রহ ও গুদামজাতকরণের প্রতিটি কাজই এখন বৈজ্ঞানিক পদ্ধতিতে সম্পন্ন করে ক্ষতির হাত থেকে ফসল রক্ষা করা যায়। কিন্তু কৃষিতে বিজ্ঞানিদের উদ্ভাবিত এসব প্রযুক্তির বেশির ভাগই কৃষকের পরিচিত নয়। তাই তারা এগুলোর ব্যবহার করতে না পেরে ক্ষতির সম্মুখীন হয়। তাই এখন সময় এসেছে কৃষকদের এসব প্রযুক্তিগুলোর সাথে পরিচয় করিয়ে কৃষি উৎপাদন বৃদ্ধি করা।অতএব, বলা যায় কৃষকদের অজ্ঞানতাই তাদের কৃষি বিষয়ক সমস্যাগুলোর মূল কারণ।