দোয়েল পাখির রচনা

উদ্দীপক-১ এ ‘প্রবাস বন্ধু’ রচনায় উল্লিখিত আফগানদের অতিথিপরায়ণতা ও আন্তরিকতার বৈশিষ্ট্য ফুটে উঠেছে।
প্রতিটি মানুষের আচার-আচরণের মধ্য দিয়ে তার বৈশিষ্ট্য প্রকাশ পায়। মানুষ তার সুন্দর বৈশিষ্ট্যের কারণে অন্যকে আকর্ষণ করতে পারে। অন্য মানুষের কাছে নিজের দেশ বা পরিবারের মর্যাদা তুলে ধরতে পারে।
উদ্দীপক-১ এ কবি তাঁর বন্ধুকে নিজের বাড়িতে নিমন্ত্রণ করেছেন। কবি অতিথি বন্ধুকে কীভাবে আপ্যায়ন করবেন সে কথাও বলেছেন। কবিতাংশটির মধ্য দিয়ে কবির অতিথিপরায়ণতা ও আন্তরিকতার দিকটি প্রকাশ পেয়েছে। উদ্দীপকের এই বিষয়টি ‘প্রবাস বন্ধু’ রচনার আফগানদের আতিথেয়তা ও আন্তরিকতার দিকটিকে মনে করিয়ে দেয়। ‘প্রবাস বন্ধু’ রচনায় আবদুর রহমান লেখককে সাদরে গ্রহণ করে, লেখকের কাজে নিয়োজিত হয়েছেন। বিভিন্ন খাবার নিজের হাতে রান্না লেখককে আপ্যায়ন করেছেন। এমনকি তার দেশ উত্তর আফগানিস্তানে যেতেও লেখককে আমন্ত্রণ জানিয়েছেন। তাই বলা যায় যে, উদ্দীপক-১ এ ‘প্রবাসবন্ধু’ রচনার আফগানদের অতিথিপরায়ণতা ও আন্তরিকতার বৈশিষ্ট্য ফুটে উঠেছে।

আরও পড়ুন