২৫ শে মার্চ কালো রাত রচনা

১৯৭১ সালের ২৫ শে মার্চ মধ্যরাত থেকে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলার নিরস্ত্র নিরীহ মানুষের ওপর নির্মম নির্যাতন শুরু করে। তারা এদেশের মানুষের মন থেকে স্বাধীনতার স্বপ্নকে চিরতরে মুছে দিতে চেয়েছিল। শেষ পর্যন্ত তারা তা পারেনি।
উদ্দীপকে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম হত্যাযজ্ঞের কথা বলা হয়েছে। তারা অত্যন্ত নির্দয়ভাবে গুলি করে মানুষ হত্যা করেছে। হানাদারদের নির্মমতার শিকার হয়ে যারা মাটিতে মুখ থুবড়ে পড়ে থাকে তারা যেন ঐভাবে পড়ে থেকেই স্বদেশের মাটির স্বাধীনতার কথা বলে। পাকিস্তানিদের সেই নির্মমতার দিকটি ‘একাত্তরের দিনগুলি’ রচনায় প্রতিফলিত এদেশের মানুষকে নির্মমভাবে হত্যা করার দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। অত্যাচারী পাকিস্তানি সেনারা ঢাকা শহর অবরুদ্ধ করে রেখেছিল। তখন তাদের গুলিতে মরা পেছনে হাত বাঁধা লাশের দুর্গন্ধে সোয়ারীঘাটে দাঁড়ানোর উপায় ছিল না। পাকিস্তানিদের বর্বরতা শান্তিপ্রিয় বাঙালির জীবনে অশান্তির আগুন জ্বালিয়ে দিয়েছিল। তবুও বাঙালি হার মানেনি, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। উদ্দীপকেও এ দিকটি প্রতিফলিত হয়েছে।

আরও পড়ুন