Paragraph Bangla To English Translation
To implement the ‘Sonar Bangla of Father of the nation Bangabandhu Sheikh Mujibur Rahman and vision 2021 and vision 2041 of his well-qualified daughter Honorable Prime Minister Sheikh Hasina, Ministry of Health and Family Welfare is fully determined. This ministry has been working relentlessly for reaching the modern and promoted health services to the doorsteps of people. Government has established more than 15,000 clinics across the country. Preparing the National e-health policy and e- health strategy is on the last step. Over the last five years, the average life expectancy of people has been increased from 69 to 72.8 years due to unimaginable progress in health sector and others too. The present govt. is stubborn to achieve the adopted goal “To ensure healthy lives and promoting well-being for all at all stages” by 2030.
Paragraph Bangla To English Translation এর বাংলা অর্থঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা এবং তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পূর্ণ দৃঢ়প্রতিজ্ঞ। আধুনিক ও উন্নত স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকার সারা দেশে ১৫ হাজারেরও বেশি ক্লিনিক প্রতিষ্ঠা করেছে। জাতীয় ই-স্বাস্থ্য নীতি এবং ই-স্বাস্থ্য কৌশল প্রস্তুত করা শেষ ধাপে রয়েছে। স্বাস্থ্য খাতে এবং অন্যান্য ক্ষেত্রেও অকল্পনীয় অগ্রগতির কারণে গত পাঁচ বছরে মানুষের গড় আয়ু ৬৯ থেকে ৭২.৮ বছরে উন্নীত হয়েছে। বর্তমান সরকার। 2030 সালের মধ্যে “সকল পর্যায়ে সুস্থ জীবন নিশ্চিত করা এবং সকলের জন্য মঙ্গল প্রচার” গৃহীত লক্ষ্য অর্জনে অনড়।