কবিতা

সকাল কবিতা | Sokal | হাবীবুর রহমান

হাবীবুর রহমান

সকাল

কাঁচা কাঁচা রোদ মাখা সকাল বেলা,

আকাশে ভাসাল আজ আলোর ভেলা।

গাছে গাছে চিকচিক

আলো হাসে ফিকফিক

চালে চালে ঝিকঝিক এ কোন্ খেলা,

কাঁচা সোনা রোদ মাখা সকাল বেলা।

শাখে শাখে সে আলোর পরশ লাগে,

দিকে দিকে যেন কোন্ জীবন জাগে।

ফুলে ফুলে উতরোল

জাগরণ কলরোল

বাতাসেতে হিল্লোল প্রভাতী ফাগে,

দিকে দিকে জীবনের পরশ লাগে।

এসো আজ মুঠি মুঠি মাখি সে আলো,

ধুয়ে যাক মুছে যাক মনের কালো।

এ আলোর কুমকুম

দিয়ে যাক রাঙাচুম

মন জুড়ে রেখে যাক অনেক ভালো,

এসো ভাই মুঠি মুঠি মাখি এ আলো।

Related Articles

Back to top button