বড় কে কবিতা | Boro ke | হরিশচন্দ্র মিত্র

হরিশচন্দ্র মিত্র

বড় কে

আপনারে বড় বলে, বড় সেই নয়

লোকে যারে বড় বলে বড় সেই হয়।

বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার

সংসারে সে বড় হয়, বড় গুণ যার।

গুণেতে হইলে বড়, বড় বলে সবে

বড় যদি হতে চাও, ছোট হও তবে।

আরও পড়ুন