কবিতা

আমাদের দেশ কবিতা | Amder Desh | আ.ন.ম. বজলুর রশীদ

আ.ন.ম. বজলুর রশীদ

আমাদের দেশ

আমাদের দেশ তারে কত ভালবাসি

সবুজ ঘাসের বুকে শেফালির হাসি,

মাঠে মাঠে চরে গরু নদী বয়ে যায়

জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়।

রাখাল বাজায় বাঁশি কেটে যায় বেলা

চাষী ভাই করে চাষ কাজে নেই হেলা।

সোনার ফসল ফলে ক্ষেত ভরা ধান

সকলের মুখে হাসি, গান আর গান।

Related Articles

Back to top button