শিক্ষা সংস্কার ও কোচিং বাণিজ্য বন্ধসহ ১২ দাবি অভিভাবক ফোরামের

শনিবার (৩ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে অভিভাবকরা এসব দাবি জানান।অভিভাবকরা বলেন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় এই দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা জরুরি। একই সঙ্গে কোচিং বাণিজ্য বন্ধে দ্রুত আইন প্রণয়ন এবং ঢাকা মহানগরীতে টিউশন ফি নীতিমালা বাস্তবায়নের দাবিও জানিয়েছেন তারা৷

এ সময় বক্তারা শিক্ষা সংস্কার কমিশন গঠন, আইন করে কোচিং বাণিজ্য নিষিদ্ধ, রাজধানী ঢাকায় টিউশন ফি নীতিমালা দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

একইসঙ্গে আইডিয়াল, ভিকারুন্নেছা, মনিপুর হাইস্কুলে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেলকে অধ্যক্ষ পদে প্রেষণে নিযুক্ত করার প্রতিবাদও জানান তারা।

এছাড়া দুদক কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির তদন্ত করা, অবৈধ খাত সৃষ্টি করে শিক্ষকদের সব অবৈধ ভাতা বন্ধ করা, রাজনৈতিক ব্যক্তি ব্যতীত শিক্ষানুরাগী ও শিক্ষাবিদ দিয়ে পরিচালনা পর্ষদ গঠন করা, ছাত্রীদের যৌন নির্যাতনকারী শিক্ষকদের চাকরিচ্যুত করা, সনদ বাণিজ্যের সঙ্গে জড়িত বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ করাসহ ১২ দাবি বাস্তবায়ন করার দাবিও জানান তারা।

এতে ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সাধারণ সম্পাদক (জিএস) ডা. মোস্তাক হোসেন।

আরও বক্তব্য দেন ফোরামের সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া, আইডিয়াল স্কুল অভিভাবক ফোরামের সভাপতি মো. আহসানউল্ল্যা মানিক, সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম উদ্দিন, সহ দসভাপতি ইঞ্জিনিয়ার ফাহিম উদ্দিন আহমেদ, ভিকারুন্নেছা নুন স্কুলের অভিভাবক নেতা এনামুল ইসলাম রুবেলসহ অন্যান্যরা।

সোর্চ: ঢাকা পোস্ট

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *