এসএসসি প্রশ্নে আবারও ভুল, দায় স্বীকার ঢাকা শিক্ষাবোর্ডের

ছবিঃ সংগৃহীত

অবহেলা আর অদক্ষতা যেন পিছু ছাড়ছে না দেশের শিক্ষাবোর্ডগুলোর। যাদের হাতে দেশের লাখ লাখ শিক্ষার্থীর জীবন তাদের কোনো ভ্রুক্ষেপ নেই নির্ভুল প্রশ্ন তৈরি ও নকলমুক্ত পরীক্ষা গ্রহণে। যার বলি হচ্ছেন মেধাবী শিক্ষার্থীরা। সর্বশেষ অঘটন ঘটেছে ঢাকা শিক্ষাবোর্ডের পদার্থবিজ্ঞান পরীক্ষায়। গত ২৭ এপ্রিল অনুষ্ঠিত এ পরীক্ষার প্রশ্নপত্রে ভুল ধরা পড়েছে। শিক্ষক ও অভিভাবকরা এ তথ্য নিশ্চিত করেছেন।

ভুলের দায় স্বীকার করে ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, প্রশ্নে ভুলের বিষয়টি আমরাও জেনেছি ইতিমধ্যে। এটা নিয়ে একটা সভা হবে দুএকদিনে। তবে, সিদ্ধান্ত যাই হোক পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবেন না।

আরও জানা যায়, বিধান অনুযায়ী এক বোর্ডের প্রশ্ন তৈরি ও মডারেশন করেন অন্য বোর্ডের শিক্ষকরা। সেই হিসেবে ঢাকা বোর্ডের প্রশ্ন করেন ঢাকার বাইরের বোর্ডের অধীনস্তরা। যে কারণে ঢাকা বোর্ডের প্রশ্নে ভুল বেশি থাকে।

জানা গেছে, এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পদার্থ বিজ্ঞান পরীক্ষার প্রশ্নের ৪ নম্বরের গ- এ ভুলটি চিহ্নিত হয়। গ নম্বরের এই প্রশ্নটি ছিলো ‘লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় কর।’ এই প্রশ্নের উত্তর ঋণাত্মক মান পায়। তবে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক- শিক্ষার্থীরা বলছেন, এটির মান কখনোই ঋণাত্মক হবে না। তাই এই প্রশ্নে পরীক্ষার্থীদের সবাইকে অটো নম্বর দেয়ার দাবি জানান তারা।

তারা বলেন, মূলত উদ্দীপকের কারণে প্রশ্নের গ নম্বরে ভুলটি হয়েছে। এখানে উদ্দীপকের একটি অংশে বলা হয়েছে, ‘তাপমাত্রা বৃদ্ধি করে 100∘C- এ নিলে বলটির আয়তন হয় 27cm3।’ এখানে 27cm3 সংখ্যাটি ভুল লেখা হয়েছে। প্রকৃতপক্ষে এটি হওয়ার কথা ছিলো 270cm3।

জানা গেছে, এসএসসি পরীক্ষার অষ্টম দিনে পদার্থবিজ্ঞান বিষয়ের পরীক্ষায় মোট পরীক্ষা দেয়ার কথা ছিলো ৩ লাখ ৪৪ হাজার ৬৪৭ জনের। এদিন অংশগ্রহণ করেছেন ৩ লাখ ৪০ হাজার ৬৯২ পরীক্ষার্থী। মোট অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৯৫৫ জন। এদিন মোট বহিষ্কার হন ৮ জন পরীক্ষার্থী।

প্রসঙ্গত, এর আগে যশোর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ইংরেজি প্রথম পত্র ও ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নে ভুল থাকার অভিযোগ তোলেন পরীক্ষার্থীরা। ভুল প্রশ্নের কারণে বিভ্রান্তি ও সময়ের অপচয় হয়েছে, ফলে কাঙ্ক্ষিত ফল পাওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তারা। তবে বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, ভুল প্রশ্নে সবাইকে নম্বর দেয়া হবে।

আরও পড়ুন