থাইলাকয়েড কোষের কোন অঙ্গাণুতে থাকে?
সঠিক উত্তর :
ক্লোরোপ্লাস্টে
অপশন ১ : মাইটোকন্ড্রিয়ায়
অপশন ২ : রাইবোসোমে
অপশন ৩ : ক্লোরোপ্লাস্টে
অপশন ৪ : লাইসোসোমে
বর্ণনা: ক্লোরোপ্লাস্ট এর গঠনঃ•ক্লোরপ্লাস্টের আকৃতিঃ বিভিন্ন উদ্ভিদে ক্লোরোপ্লাস্ট বিভিন্ন আকৃতির , যেমন – গোলাকার , ডিম্বাকার , জালকাকার , প্যাঁচানো ফিতার মতো ইত্যাদি হয়।•আবরণীঃ ক্লোরোপ্লাস্ট দুটি পর্দা দিয়ে গঠিত । দুটি পর্দার মধ্যবর্তী স্থানকে পেরিপ্লাস্টিডিয়াল স্পেস বলে।•স্ট্রোমাঃ ক্লোরোপ্লাস্টিডের ভিতরের স্বচ্ছ জেলির মতো তরলকে ধাত্র বা স্ট্রোমা বলে। স্ট্রোমার মধ্যে শ্বেতসার , প্রোটিন দানা , রাইবোজোম , DNA , RNA , উৎসেচক , তৈলবিন্দু , ভিটামিন এবং খনিজ উপাদান থাকে।স্ট্রোমার মধ্যে চাকতির মতো অসংখ্য অংশ স্তরে স্তরে সাজানো থাকে । পর্দাবৃত চাকতির স্তরগুলিকে একত্রে গ্রানা বলে।•থাইলাকয়েডঃ প্রতিটি ক্লোরোপ্লাস্ট এ ৪০ থেকে ৬০ টি গ্রানা থাকে। গ্রানা গুলো পরস্পর সমান্তরালে সজ্জিত , একক পর্দাবৃত , একাধিক চ্যাপটা থলির মতো বস্তু বা থাইলাকয়েড দ্বারা গঠিত।প্রতিটি গ্রানাম ১০-১০০ টি থাইলাকয়েড নিয়ে গঠিত।এই থাইলাকয়েডের মধ্যে থাকে অসংখ্য কোয়ান্টাজোম দানা থাকে যা সালোকসংশ্লেষ এর একক রূপে পরিচিত।•ATP- synthases: থাইলাকয়ড ঝিল্লি অসংখ্য গোল বস্তু ধারণ করে এদের ATP-synthases বলে। এতে ATP তৈরির সব এনজাইম থাকে।•ফটোসিন্থেটিক ইউনিটঃ থাইলাকয়েড ঝিল্লিতে ফটোসিন্থেটিক ইউনিট থাকে। এতে ক্লোরোফিল-a,ক্লোরোফিল-b,ক্যারোটিন,জ্যান্থোফিলের ৩০০-৪০০ টি অণু অবস্থান করে।এছাড়া ফসফোলিপিড,কুইনোন ও বিভিন্ন এনজাইম থাকে।