কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ?
সঠিক উত্তর :
সোডিয়াম ডাইক্রোমেট
অপশন ১ : পটাসিয়াম পারম্যাঙ্গানেট
অপশন ২ : সোডিয়াম ইথানয়েট
অপশন ৩ : পটাসিয়াম ক্রোমেট
অপশন ৪ : সোডিয়াম ডাইক্রোমেট
বর্ণনা: যেসব পদার্থকে প্রকৃতি থেকে বিশুদ্ধরূপে সংগ্রহ করা যায়, যারা বায়ুর বিভিন্ন উপাদান যেমন, O2, CO2, H2O (g) প্রভৃতি দ্বারা আক্রান্ত হয় না, যাদের মাধ্যমে দ্রবণ প্রস্তুত করলে দ্রবণের ঘনমাত্রা বহুদিন পর্যন্ত অপরিবর্তিত থাকে এবং যাদেরকে নিক্তি দ্বারা সরাসরি পরিমাপ করে ব্যবহার করা যায় তাদেরকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে। যেমন- Na2CO3, H2C2O4.2H2O, K2Cr2O7, CaC2O4, KHP (পটাসিয়াম হাইট্রোজেন থ্যালেট) প্রভৃতি হলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ।