বক্তব্যের লক্ষ্য অনুযায়ী বাক্যকে কয়টি শ্রেণিতে ভাগ করা যায়?

সঠিক উত্তর :

অপশন ১ : ২
অপশন ২ : ৩
অপশন ৩ : ৪
অপশন ৪ : ৫

বর্ণনা: বক্তব্যের ধরন অনুযায়ী বাক্যকে চার ভাগে ভাগ করা যায়।১.​ বিবৃতিবাচক বাক্য: সাধারণভাবে কোনো তথ্য বা বিবরণ প্রকাশ করা হয় যেসব বাক্যে, সেগুলোকে বিবৃতিবাচক বাক্য বলে। যেমন: মানুষ ও প্রাণী অমর নয়।২. প্রশ্নবাচক বাক্য: যেসব বাক্যে কোনো কিছু জানতে চাওয়া হয় বা জিজ্ঞাসা থাকে, সেগুলোকে প্রশ্নবাচক বাক্য বলে। যেমন: সুখ কোথায় পাব?৩. অনুজ্ঞাবাচক বাক্য: যেসব বাক্যে আদেশ, উপদেশ, অনুরোধ, প্রার্থনা ইত্যাদি প্রকাশিত হয়, সেগুলোকে অনুজ্ঞাবাচক বাক্য বলে। যেমন: আমাকে সুখ এনে দাও।৪. আবেগবাচক বাক্য: যেসব বাক্যে দেখে বা শুনে অবাক হওয়ার বিশেষ অনুভূতি প্রকাশিত হয়, সেগুলোকে আবেগবাচক বাক্য বলে। যেমন: মোড়ল বাঁচবে তো!

আরও পড়ুন