নিচের কোনটি ভাষা-পরিবারের নাম নয়?

সঠিক উত্তর :
ইন্দো-ইরানীয়
অপশন ১ : ইন্দো-ইউরোপীয়
অপশন ২ : আফ্রিকীয়
অপশন ৩ : দ্রাবিড়ীয়
অপশন ৪ : ইন্দো-ইরানীয়

বর্ণনা: ইন্দো-ইউরোপীয় ভাষা-পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় পরিণত হয়েছে। এই বিবর্তনে যেসব গুরুত্বপূর্ণ ন্তর বাংলা ভাষাকে অতিক্রম করতে হয়েছে, সেগুলো হলো: ইন্দো-ইউরোপীয়→ ইন্দো-ইরানীয় ভারতীয় আর্য প্রাকৃত বাংলা। আনুমানিক এক হাজার বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন 'চর্যাপদ'।

আরও পড়ুন