সত্যবাদিতা রচনা

সত্যবাদিতা মুক্তি দেয়। সত্যবাদিতার ফলে মানুষ দুনিয়াতে সম্মানিত হয় এবং মর্যাদা লাভ করে। আর আখিরাতে জান্নাত লাভ করে। রাসুল (স.) বলেছেন, তোমরা সত্যবাদী হও। কেননা সত্য পুণ্যের পথ দেখায়। আর পুণ্য জান্নাতের পথে পরিচালিত করে। কাজেই সত্যবাদিতা অবলম্বন করলে জাহান্নাম হতে মুক্তি পাওয়া যায় এবং জান্নাত লাভ করা যায়।

আরও পড়ুন