কামনা কবিতা | Kamona | গোলাম মোস্তফা

গোলাম মোস্তফা

কামনা

নিখিলের এত শোভা, এত রূপ, এত হাসি-গান,

ছাড়িয়া মরিতে মোর কভু নাহি চাহে মন-প্রাণ।

এ বিশ্বের সব আমি প্রাণ দিয়ে বাসিয়ছি ভালো-

আকাশ বাতাস জল, রবি-শশী, তারকার আলো।

সকলেরই সাথে মোর হ’য়ে গেছে বহু জানা-শোনা,

কত কি-যে মাখামাখি, কত কি-যে মায়া-মন্ত্র বোনা।

বাতাস আমারে ঘিরে খেলা করে মোর চারিপাশ,

অনন্তের কত কথা কহে নিতি নীলিমা আকাশ।

চাঁদের মধুর হাসি, বিশ্বমুখে পুলক চুম্বন,

মিটিমিটি চেয়ে থাকা তারকার করুণ নয়ন,

বসন্ত নিদাঘ-শোভা, বিকশিত কুসুমের হাসি,

দিকে দিকে শুধু গান, শুধু প্রেম-ভালোবাসা-বাসি।

প্রতিদিন নানাভাবে নিতি নব বিশ্ব-পরিচয়,

প্রতিদিন এত কাজ, এত কথা, এত অভিনয়,

কেহই নয়নে মোর নহে কুশ্রী, নহে হীন কালো,

সকলি মধুর, সকলেরে প্রাণ দিয়ে বাসিয়াছি ভালো।

হে বিরাট! তব পাশে আজি মোর এই নিবেদন,

প্রভু তুমি কৃপা করি ইচ্ছা মোর করিও পূরণ-

মরণের পরপারে যেই বেশে যেই দেশে যাই,

তোমার আকাশ-আলো তবু যেন দেখিবারে পাই

নিখিলের এই শোভা, এই হাসি, এই রূপ-রাশি,

মরিয়াও আমি যেন প্রাণ দিয়ে সবে ভালোবাসি।

আরও পড়ুন