বুঝিবে সে কিসে কবিতা | Bhujibe se kise | কৃষ্ণচন্দ্র মজুমদার

কৃষ্ণচন্দ্র মজুমদার

বুঝিবে সে কিসে

চিরসুখীজন ভ্রমে কি কখন

ব্যথিতবেদন বুঝিতে পারে?

কী যাতনা বিষে, বুঝিবে সে কিসে

কভু আশীবিষে দংশেনি যারে?

যতদিন ভবে, না হবে না হবে,

তোমার অবস্থা আমার সম।

ঈষৎ হাসিবে, শুনে না শুনিবে

বুঝে না বুঝিবে, যাতনা মম।

আরও পড়ুন