শহীদ স্মরণে কবিতা | Shahid Smarone | মোহম্মদ মনিরুজ্জামান

মোহম্মদ মনিরুজ্জামান

শহীদ স্মরণে

কবিতায় আর কি লিখব?

যখন বুকের রক্তে লিখেছি

একটি নাম

বাংলাদেশ।

গানে আর ভিন্ন কি সুরের ব্যঞ্জনা?

যখন হানাদারবধ সংগীতে

ঘৃণার প্রবল মন্ত্রে জাগ্রত

স্বদেশের তরুণ হাতে

নিত্য বেজেছে অবিরাম

মেশিনগান, মর্টার, গ্রেনেড।

কবিতায় কি লিখব?

যখন আসাদ

মনিরামপুরেরর প্রবল শ্যামল

হৃদয়ের তপ্ত রুধিরে করেছে রঞ্জিত

সারা বাংলায় আজ উড্ডীন

সেই রক্তাক্ত পতাকা।

আসাদের মৃত্যুতে আমি

অশ্রুহীন; অশোক; কেননা

নয়ন কেবল বজ্রবর্ষী; কেননা

আমার বৃদ্ধ পিতার শরীরে

এখন পশুদের প্রহারের

চিহ্ণ; কেননা আমার বৃদ্ধা মাতার

কণ্ঠে নেই আর্ত হাহাকার, নেই

অভিসম্পাত- কেবল

দুর্মর ঘৃণার আগুন; কোন

সান্ত্বনা বাক্য নয়, নয় কোন

বিমর্ষ বিলাপ; তাঁকে বলি নি

‘তোমার ছেলে আসল ফিরে

হাজার ছেলে হয়ে

আর কেঁদো না মা’; কেননা

মা তো কাঁদে না;

মার চোখে নেই অশ্রু, কেবল

অনলজ্বালা, দু চোখে তাঁর

শত্রুহননের আহ্বান।

আসদের রক্তধারায় মহৎ

কবিতার, সব মহাকাব্যের,

আদি অনাদি আবেগ-

বাংলাদেশ-জাগ্রত।

আমি কবিতায় নতুন আর

কি বলব? যখন মতিউর

করাচীর খাঁচা ছিঁড়ে ছুটে গেল

মহাশূন্যে টি-৩৩ বিমানের দুর্দম পাখায় তার স্বপ্নের

স্বধীন স্বদেশ মনে করে-

ফেলে তার মাহিন তুহিন মিলি

সর্বস্ব সম্পদ; পরম আশ্চর্য এক

কবিতার ইন্দ্রজাল স্রষ্টা হল-

তার অধিক কবিতা আর

কোন বঙ্গভাষী কবে লিখেছে কোথায়?

আমি কোন শহীদের স্মরণে লিখব?

বয়ান্ন, বাষট্টি, উনসত্তর, একাত্তর;

বাংলার লক্ষ লক্ষ আসাদ মতিউর আজ

বুকের শোণিতে উর্বর করেছে এই

প্রগাঢ় শ্যামল।

শহীদের পূণ্য রক্তে সাত কোটি

বাঙালির প্রাণের আবেগ আজ

পুষ্পিত সৌরভ। বাংলার নগর, বন্দর

গঞ্জ, বাষট্টি হাজার গ্রাম

ধ্বংস্তুপের থেকে সাত কোটি ফুল

হয়ে ফোটে। প্রাণময় মহৎ কবিতা

আর কোথাও দেখি না এর চেয়ে।

শব্দভূক পদ্যব্যবসায়ী ভীরু বঙ্গজ পুঙ্গব সব

এই মহাকাব্যের কাননে খোঁজে

নতুন বিস্ময়। কলমের সাথে আজ

কবির দুর্জয় হাতে নির্ভুল স্টেনগান কথা বলে।

কবিতায় আর নতুন কি লিখব।

যখন বুকের রক্তে

লিখেছি একটি নাম

বাংলাদেশ।

আরও পড়ুন